স্প্যানিশ ইয়ামালের আর্জেন্টাইন র‍্যাপারের সঙ্গে ঘনিষ্ঠতা!

0
9
স্প্যানিশ ইয়ামালের আর্জেন্টাইন র‍্যাপারের সঙ্গে ঘনিষ্ঠতা!
স্প্যানিশ ইয়ামালের আর্জেন্টাইন র‍্যাপারের সঙ্গে ঘনিষ্ঠতা!

সম্প্রতি স্প্যানিশ মিডিয়ায় লামিন ইয়ামালকে নিয়ে নতুন গুঞ্জন উঠেছে। বয়স ১৮ পূর্ণ করার পর এক জমকালো জন্মদিন পার্টিতে আর্জেন্টিনার জনপ্রিয় র‍্যাপার নিকি নিকোলের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গেছে তাকে। এমনটাই দাবি করেছেন স্প্যানিশ সাংবাদিক জাভি হোয়োস।

টিকটকে প্রকাশিত এক ভিডিওতে হোয়োস বলেন, ‘আমার খুবই নির্ভরযোগ্য এক সূত্র জানিয়েছে, লামিন ইয়ামাল ও নিকি নিকোলের মধ্যে সম্পর্কের শুরু হয়েছে।’

তার দাবি, জন্মদিনের পার্টিতে দুজনের মধ্যে প্রচুর ফ্লার্টিং হয়েছে। তবে ইয়ামালের জন্মদিনের ১১ দিন পর এই ঘটনা অন্য দিকে মোড় নেয়। সেই রাতে দুজনকে একসঙ্গে একটি জনপ্রিয় সমুদ্রসৈকত ক্লাবে দেখা যায়। পরে রাত ৪টার দিকে ক্লাব থেকে একসঙ্গে বের হয়ে যেতে দেখা গেছে ইয়ামাল ও নিকিকে। ওই রাতে তাদের মধ্যে চুম্বনের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন হোয়োস।

বিখ্যাত সংগীতশিল্পী ফেদের সঙ্গে প্রেমের কারণে আগেও আলোচনায় ছিলেন নিকি নিকোল। অন্যদিকে, মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার জার্সিতে নম্বর ১০ পাওয়া ইয়ামাল এখন স্প্যানিশ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণ প্রতিভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here