ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ম্রুণালের প্রেমে মজেছেন ধানুষ

0
13
ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ম্রুণালের প্রেমে মজেছেন ধানুষ
ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ম্রুণালের প্রেমে মজেছেন ধানুষ

দক্ষিণী অভিনেতা ধানুষের বিবাহবিচ্ছেদ হয়েছে রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে। বেশি দিন হয়নি তাদের বিচ্ছেদ। এর মধ্যেই নাকি নতুন প্রেম মজেছেন ধানুষ। ‘সীতা রমন’খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন এই নায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে তৈরি হয়েছে এই নতুন গুঞ্জন।

এছাড়াও সম্প্রতি একাধিক অনুষ্ঠানে দেখা গেছে দুজনকে।  গত ১ আগস্ট ছিল ম্রুনাল ঠাকুরের জন্মদিন। অভিনেত্রীর সেই তারকা খচিত জন্মদিনে ধানুষ আসার পর থেকেই এই জল্পনা তৈরি হয়েছে।

এছাড়াও জন্মদিনের অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, ম্রুণালের হাত ধরে রয়েছেন ধানুষ। একজন অন্যজনের হাত ধরেই ঘনিষ্ঠভাবে কথা বলছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজানদের মনে প্রশ্ন, ধানুষ ও ম্রুণাল কি প্রেম করছেন?

সেই জল্পনায় ঘি ঢেলেছে আরও একটি ঘটনা। সম্প্রতি মুক্তি পেয়েছে ম্রুণালের ছবি ‘সান অফ সর্দার ২’। সেই ছবির বিশেষ প্রদর্শন দেখার জন্য মুম্বাই উড়ে গিয়েছিলেন ধানুষ।

সেই প্রদর্শন থেকেও একটি ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেও ম্রুণাল ও ধানুষকে একসঙ্গে দেখা গেছে। বেশ ঘনিষ্ঠভাবেই কথা বলছিলেন দুজন।

তাদের এই ঘনিষ্ঠতা দেখে ভক্তদেরও বুঝতে বাকি নেই, রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর হয়তো ম্রুনালকেই মন দিয়েছেন অভিনেতা।

তবে এই প্রথম নয়। এর আগেও কণিকা ঢিলোঁর পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল ধানুষ ও ম্রুণালকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here