পাকিস্তানে বোমা বিস্ফোরণে ২ পুলিশ নিহত, আহত ১৪

0
7
পাকিস্তানে বোমা বিস্ফোরণে ২ পুলিশ নিহত, আহত ১৪
পাকিস্তানে বোমা বিস্ফোরণে ২ পুলিশ নিহত, আহত ১৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিম্ন দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা রুস্তম বাজার এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৪ জন। বৃহস্পতিবার উপ-পুলিশ সুপার (ডিএসপি) ইমরান উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিএসপি ইমরান উল্লাহ জানান, আহতদের মধ্যে পুলিশের দুজন কর্মকর্তাও রয়েছেন এবং তাদের ওয়ানার জেলা সদরদপ্তর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এবং হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। কী ধরনের বোমা ব্যবহার করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এক দিন আগেই খাইবার পাখতুনখোয়ার কারাক এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। সেই হামলায় দেশটির ফ্রন্টিয়ার কর্পসের তিনজন সদস্য নিহত হন।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে, বিশেষ করে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে, সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here