গণঅভ্যুত্থান নিয়ে রাজনৈতিক দলগুলো ক্রেডিটবাজি করছে

0
10
গণঅভ্যুত্থান নিয়ে রাজনৈতিক দলগুলো ক্রেডিটবাজি করছে
গণঅভ্যুত্থান নিয়ে রাজনৈতিক দলগুলো ক্রেডিটবাজি করছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের নয়, বরং এটি সাধারণ জনগণের অর্জন। বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

নুর বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের অধিকাংশই সাধারণ মানুষ, কোনো রাজনৈতিক দলের নেতা বা তাদের সন্তান নন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো এখন এই আন্দোলনের কৃতিত্ব নিজেদের বলে দাবি করছে এবং তাদের লাশের ওপর ভর করে অনেকে নেতা ও উপদেষ্টা হয়েছেন। তিনি বলেন, এই আন্দোলনকে পুঁজি করে যারা হিরো হয়েছেন, তারা সরকারের ক্ষমতা ব্যবহার করে ‘কিংস পার্টি’ গঠন করেছেন।

নুর বলেন, যে তরুণদের নিয়ে পরিচ্ছন্ন রাজনীতির স্বপ্ন দেখা হয়েছিল, সেই তরুণরা এখন চাঁদাবাজি, ধান্দাবাজি ও লুটপাটে ব্যস্ত। তিনি মনে করেন, এই পরিস্থিতি তৈরি করার দায় সরকারের ওপর বর্তায়। তিনি সরকারকে আহ্বান জানান, অন্যান্য অংশীজনদের মূল্যায়ন করে জুলাই ঘোষণাপত্রে সঠিক বিবৃতি দেওয়ার জন্য।

নুর বলেন, প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা ইতিবাচক। তবে নির্বাচনকে সুষ্ঠু করতে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং সবার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা জরুরি। তিনি অভিযোগ করেন, এখনো প্রশাসনের মধ্যে নিরপেক্ষতার অভাব দেখা যাচ্ছে।

তিনি হুঁশিয়ারি দেন, যদি জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাওয়া হয়, তবে তাদের পরিণতিও সাবেক প্রধান বিচারপতি ও নির্বাচন কমিশনারদের মতো হতে পারে। তিনি বলেন, ‘আমরা আপনাদেরকে বসিয়েছি, আমাদের রক্তের উপর দিয়ে আমাদের আবেগকে পুঁজি করে আপনারা ওখানে উপদেষ্টা হয়েছেন। আমরা আপনাদেরকে সম্মান করে ওইভাবে এতদিন কিছু বলিনি। আপনারা গত এক বছরে যা করেছেন, আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমাদের বঞ্চিত করেছেন। এখনো আপনাদের প্রতি আস্থাটুকু রাখতে চাই। আপনারা সেই আস্থাটুকু ধরে আমাদের এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যাবেন। সেই প্রত্যাশা রইল।’

নুর বলেন, গণঅধিকার পরিষদ শুরু থেকেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে এবং তারা বিশ্বাস করে, নির্বাচনের রোডম্যাপ না থাকলে ষড়যন্ত্র বাড়বে। তিনি বলেন, ফেব্রুয়ারিতেই হোক বা তার আগে হোক, উপযুক্ত পরিবেশ তৈরি করে নির্বাচন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here