দেবের বাহুডোরে শুভশ্রী, রাজকে খোঁচা প্রাক্তন স্ত্রীর

0
34
দেবের বাহুডোরে শুভশ্রী, রাজকে খোঁচা প্রাক্তন স্ত্রীর
দেবের বাহুডোরে শুভশ্রী, রাজকে খোঁচা প্রাক্তন স্ত্রীর

ধূমকেতু’ ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় দেব-শুভশ্রী। একসময়ের সফল জুটি আবারও পর্দায় ফিরছেন। তাঁদের ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। আর এই সূত্রে আলোচনায় উঠে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের পর তাঁর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রর একটি পোস্ট ঘিরে সামাজিকমাধ্যমে শোরগোল শুরু হয়েছে।

সোমবার (৪ আগস্ট) প্রকাশিত হয় দেব-শুভশ্রী অভিনীত ধূমকেতু’র ট্রেলার। অনুষ্ঠান মঞ্চে দেবের বাহুডোরে ধরা দেন শুভশ্রী, একসঙ্গে নাচতেও দেখা যায় তাঁদের।

সেই বিষয়টিই ইঙ্গিত করে সামাজিকমাধ্যমে শতাব্দী লিখেছেন, ‌‘কীরে, কেমন লাগছে? আমারও ঠিক এ রকমই লেগেছিল, ঠিক এই রকমই। বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো…আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।’

যোগ করে তিনি আরও বলেন, ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে, তোর এই বুকের বাঁদিকে চিনচিনে ব্যথা আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।’

প্রসঙ্গত, টলিউডে রাজ যখন কাজ শুরু করেন, তখন শতাব্দী তাঁর পাশে ছিলেন। এরপর দুজনের বিচ্ছেদ হয়। সেটা অবশ্য শুভশ্রীর জন্য নয়। টলিউডের দুই জনপ্রিয় নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রাজ। সেই সময়ে তাঁদের বিচ্ছেদ-ঘণ্টা বাজে। পরবর্তী সময়ে শুভশ্রীর সঙ্গে বিয়ে হয় রাজের।

নানা জটিলতা পেরিয়ে আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ধূমকেতু। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দেব-শুভশ্রী ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রানা সরকার, সংগীত পরিচালক অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত ও ঈশান মিত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here