ত্বকে ব্রণ উঠলেই নিজের ‘থুতু’ ব্যবহার করেন তামান্না

0
36
ত্বকে ব্রণ উঠলেই নিজের 'থুতু' ব্যবহার করেন তামান্না
ত্বকে ব্রণ উঠলেই নিজের 'থুতু' ব্যবহার করেন তামান্না

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া রূপ আর ফিটনেসের জন্য সবসময়ই আলোচনায় থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার নিখুঁত ত্বকের পেছনের একটি গোপন রহস্য ফাঁস করেছেন, যা শুনে অনেকেই অবাক হয়েছেন।

তামান্না জানিয়েছেন, মাঝে মাঝে তার মুখেও ব্রণ ওঠে। এই সমস্যা সমাধানের জন্য তিনি একটি ঘরোয়া টোটকা ব্যবহার করেন, ঘুম থেকে ওঠার পর মুখের প্রথম লালা (থুতু) ব্রণের ওপর লাগিয়ে দেন। তার দাবি, এতে ব্রণ দ্রুত শুকিয়ে যায়।

এই কৌশল ছাড়াও, আগে তিনি অ্যাপল সিডার ভিনেগার এবং প্রাকৃতিক মাটি মিশিয়ে ত্বকে লাগাতেন। তবে তামান্না সতর্ক করে বলেছেন যে এই পদ্ধতি সবার জন্য উপযোগী নাও হতে পারে।

উঠতি বয়সের ছেলেমেয়েদের ত্বকের সমস্যায় পেশাদার স্কিন বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো। তার এই অকপট স্বীকারোক্তি যেন তারকাদের রূপ-সৌন্দর্যের পেছনের সাধারণ লড়াইগুলোকেই তুলে ধরেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here