সোনার বাংলা
ফজিলা খাতুন
আমার সোনার বাংলা
তুমি কি শুনছো না?
বিশ্বের কোথাও নেই তোমার মত
সুন্দর অপরূপ মায়া।
কখনো স্বাধীনতার আগুনে
লাল হয়েছিল তোমার বুকে
কখনো অশান্তির দামনে
জ্বলে উঠেছিল তোমার বীরত্বে।
তোমার জলে জলধারা
তোমার নদী গঙ্গা যমুনা
তোমার মাঠে চমকে উঠে
সোনালী ফসলের ছায়া।
তোমার ছায়াপথ চুলে
স্বপ্নে আছি আমি সদা
আমি বাংলার মাটি ধরে
সমস্ত কষ্ট ভুলে যাই।