চট্টগ্রাম বন্দরে কনটেইনার ধারণক্ষমতা বেড়েছে

0
14
চট্টগ্রাম বন্দরে কনটেইনার ধারণক্ষমতা বেড়েছে
চট্টগ্রাম বন্দরে কনটেইনার ধারণক্ষমতা বেড়েছে

আগের হিসাবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জটের আশঙ্কা থাকলেও কনটেইনার রাখার জায়গা বাড়ানোর ফলে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ধারণের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে কনটেইনার ধারণক্ষমতা ৫৯ হাজার টিইইউসে (২০ ফুট দৈর্ঘ্য হিসাবে) উন্নীত হয়েছে বলে জানিয়েছে বন্দর সূত্র। এ হিসাবে কনটেইনার ধারণ ক্ষমতা আরো ৫ হাজার ৪৮২ টিইইউসে বেড়েছে। চট্টগ্রাম বন্দরে কনটেইনার ধারণের সক্ষমতা এক দিন আগেও ছিল ৫৩ হাজার ৫১৮ টিইইউস।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুকের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়মিত ক্যাপাসিটি এক্সপেনশনের অংশ হিসাবে ইয়ার্ড, শেড ইত্যাদি বাড়িয়ে চলেছে। গত এক বছরে বেশকিছু ইয়ার্ড রিনোভেশন করা হয়েছে এবং নতুন নতুন ইয়ার্ড ও শেড বৃদ্ধি করে চলেছে। পুরোনো অকশন ইয়ার্ড, গাড়ি সংরক্ষণ স্থান, ব্যাগেজ শেড, এক্স ও ওয়াই শেড এলাকায় নতুন ইয়ার্ড নির্মাণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলতি মাসের শুরুতে বন্দরে জমে থাকা কনটেইনারের পরিমাণ ধারণক্ষমতার কাছাকাছি পর্যায়ে পৌঁছায়। বৃহস্পতিবার বন্দরে জমে থাকা কনটেইনারের পরিমাণ ছিল ৪৬ হাজার ৭৩১ টিইইউস। এর আগের দিন বুধবার এর পরিমাণ ছিল ৪৭ হাজার ৪৬৩ টিইইউস। চলতি সপ্তাহের প্রথম দিন রোববার এ পরিমাণ ৪৯ হাজার ১৩১ টিইইউসে পৌঁছেছিল।
বন্দর কর্তৃপক্ষ কনটেইনার জট বাড়ার কারণ হিসাবে কাস্টমসের কর্মবিরতি, কলমবিরতি, ঈদের দীর্ঘ ছুটিসহ বিভিন্ন কাণে যে জট সৃষ্টি হয়েছিল, তার ধারাবাহিকতাও কিছু রয়েছে বলে উল্লেখ করেছে। তবে ছুটির দিনগুলোয় কনটেইনার খালাস কম হওয়ার কারণে জট বাড়ছে বলে জানায়।
বন্দর সচিব জানান, সম্প্রতি প্রায় ৪৮ হাজার টিইইউস কনটেইনার জমে থাকার পরেও বন্দরের কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দওে আগে গড়ে প্রতিদিন ১০টি কনটেইনার হ্যান্ডলিং হলেও এখন ১২ থেকে ১৩টি কনটেইনার হ্যান্ডলিং হচ্ছে। এজন্য আমদানি রপ্তানিকারকরা আগের চেয়ে কম সময়ে পণ্য ডেলিভারি পাচ্ছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরে আগে গড়ে প্রতিদিন ১০টি কনটেইনার জাহাজ হ্যান্ডলিং হলেও এখন হচ্ছে ১২ থেকে ১৩টি। এজন্য আমদানি-রপ্তানিকারকরা আগের চেয়ে কম সময়ে পণ্য হাতে পাচ্ছেন। এ বছরের মধ্যে আরও কিছু ইয়ার্ড নির্মাণ শেষ হবে। এর ফলে বন্দরের কনটেইনার ধারণক্ষমতা ৬২ হাজার টিইইউসেতে উন্নীত হবে। বৃহস্পতিবার বহির্নোঙরে চারটি কনটেইনার জাহাজ এবং একটি জিআই জাহাজ বার্থিংয়ের অপেক্ষায় ছিল বলে বন্দর সচিবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here