টেস্ট থেকে হুট করে অবসরের মূল কারণ জানালেন রোহিত

0
6
টেস্ট থেকে হুট করে অবসরের মূল কারণ জানালেন রোহিত
টেস্ট থেকে হুট করে অবসরের মূল কারণ জানালেন রোহিত

ইংল্যান্ড সফরের আগে হুট করেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান রোহিত শর্মা। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত বার্তায় অবসরের ঘোষণা দিয়েছিলেন ভারতের এই ওপেনার। তখন থেকে বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি।

অবশেষে সোমবার একটি অনুষ্ঠানে হাজির হয়ে অবসরের বিষয়ে মুখ খুলেছেন রোহিত। সরাসরি না বললেও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন কেন হুট করেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ভারতের সাবেক এই অধিনায়ক জানান, শরীর আর টেস্ট ফরম্যাটের চাপ নিতে পারছিল না। তাই নিজে থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

তিনি বলেন, ‘টেস্ট ফরম্যাটের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয়। কারণ খেলাটা দীর্ঘমেয়াদি। টেস্টে আপনাকে পাঁচ দিন টিকে থাকতেই হবে। মানসিকভাবে সেটা খুব চাপের। শরীর বিধ্বস্ত হয়ে পড়ে। তবে এটাও ঠিক, প্রথম শ্রেণির ক্রিকেট খেলেই সবাই বড় হয়।’

আক্ষেপের সুরে রোহিত জানান, ভারতের তরুণ ক্রিকেটারেরা এখন প্রস্তুতি নেওয়ার ওপর যথেষ্ট গুরুত্ব দেয় না। তবে একটা সময় তারা ঠিকই বুঝতে পারে, আগে থেকে নিজেকে তৈরি করার দরকার ছিল। এ প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, ‘আমি ক্রিকেট শুরু করার সময় খুব মজা করতাম। তারপর বয়সভিত্তিক ক্রিকেট খেলেছি। ধীরে ধীরে সিনিয়র ক্রিকেটার এবং কোচেদের মুখোমুখি হয়েছি। বুঝতে শিখেছি কীভাবে সঠিক প্রস্তুতি দরকার।’

ক্রিকেটে ভালো করতে হলে অনুশীলনের বিকল্প নেই। রোহিতও মানেন সেটি। নিজের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এমন অনেক কাজ করতে হয় যা চোখের সামনে দেখা যায় না। প্রস্তুতি সে রকমই একটা জিনিস। বারবার একই কাজ করতে হয়। কারণ ওখান থেকেই সব শুরু। মাঠে লম্বা সময় ধরে টিকে থাকার জন্য নিজেকে তৈরি করতে হয়। আমি ভারতের হয়ে ক্রিকেট খেলার সময়েও অনেকটা সময় দিয়েছি নিজেকে তৈরি করার জন্য।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here