বলিউডে তারকাদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ যেন বদলাচ্ছে প্রতিদিনই। এবার সেই আলোচনায় এলেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান।
এতদিন যাকে ঘিরে শিরোনামে আসতেন তিনি—অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, সেখানে নতুন নাম যোগ হয়েছে সালমান খানের ভাতিজা নির্বাণ খানের।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি এক তারকাখচিত পার্টিতে সুহানা ও নির্বাণকে একসঙ্গে দেখা গেছে। শুধু দেখা নয়, নাচের ফ্লোরেও ছিলেন তারা দুজন। পার্টিতে উপস্থিত ছিলেন সালমান পরিবারের আরও কয়েকজন—আরবাজ খানের ছেলে আরহান ও সালমানের বোন অর্পিতা খানসহ অনেকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্ত।
এরপরই বলিউডে গুঞ্জন শুরু—তাহলে কি শেষ অগস্ত্য নন্দার অধ্যায়, শুরু নির্বাণ খানের সঙ্গে নতুন গল্প?
উল্লেখ্য, অগস্ত্য-সুহানাকে এর আগে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। শাহরুখের বাড়ি ‘মান্নাত’ থেকে শুরু করে মুম্বাইয়ের রেস্তোরাঁ পর্যন্ত ছিল তাদের ঘনিষ্ঠতার আভাস। এমনকি ‘দ্য আর্চিজ’ ছবিতেও একসঙ্গে কাজ করেছেন এই দুই স্টারকিড। তবে প্রেম নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি কেউই।
এদিকে শোনা যাচ্ছে, সুহানার প্রথম ছবি আশানুরূপ সাড়া না পেলেও বাবা শাহরুখ খান নিজের আসন্ন প্রজেক্ট ‘কিং’-এ তাকে অভিনয়ের সুযোগ দিচ্ছেন।
সব মিলিয়ে এখন বলিউডবাসীর কৌতূহল—সুহানা ও নির্বাণ কি সত্যিই নতুন জুটি? নাকি কেবলই এক পার্টির মুহূর্ত? উত্তর দেবে সময়, ততদিন চলুক গসিপের আলোচনায় এই তারকা-সন্তানরা।