টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল।
বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকায় অবতরণ করে স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দলটি। এরপর দুপুরেই সিলেটের উদ্দেশে রওনা হয় তারা। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এই সিরিজটি আইসিসির ভবিষ্যৎ সফর সূচির অংশ নয়। তবে এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবেই আয়োজিত হচ্ছে এটি।
ডাচদের জন্য এটি তৃতীয় বাংলাদেশ সফর হলেও এবারই প্রথমবার তারা দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। এর আগে ২০১১ বিশ্বকাপ ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস বাংলাদেশে ম্যাচ খেললেও প্রতিপক্ষ ছিল অন্য দল।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ-নেদারল্যান্ডসের মুখোমুখি লড়াই হয়েছে এখন পর্যন্ত পাঁচবার। এর মধ্যে চারবার জয়ী হয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের একমাত্র সাফল্য ২০১২ সালে, ঘরের মাঠে।
সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়- প্রথমটি আগামী ৩০ আগস্ট, বাকি দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।