তিশাকে কোলে তুলতে গিয়ে হাড় ভেঙেছিল তৌসিফের!

0
21
তিশাকে কোলে তুলতে গিয়ে হাড় ভেঙেছিল তৌসিফের!
তিশাকে কোলে তুলতে গিয়ে হাড় ভেঙেছিল তৌসিফের!
ছোট পর্দার জনপ্রিয় তারকা জুটি তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। অনেক নাটক-টেলিফিল্মে একসঙ্গে অভিনয় করেছেন। কিন্তু শুটিং সেটে তিশাকে কোলে নিয়ে হাতের হাড় ভেঙেছিল তৌসিফের। একটি সাক্ষাৎকারে এ তথ্য জানান এই অভিনেতা।
তৌসিফ মাহবুব বলেন, “তিশা আমার বন্ধু, এজন্যই বলতেই পারি। তবে সরি! তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে আমার হাড় ভেঙেছিল।
২০২২ সালের ১৬ ডিসেম্বর প্রচার হয় ‘স্বাধীনতা তুমি’ নাটক। এ নাটকের শুটিংয়ে ঘটনাটি ঘটে। তৌসিফ মাহবুব বলেন, “নাটকের গল্পে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে ছিলাম আর তিশা ছিলেন একজন বীরাঙ্গনা যে মারা গেছে। পোস্টারের জন্য ওর লাশ কোলে তুলে নিয়েছিলাম।”
বিভিন্ন ফ্রেমে ছবি তোলার কারণে বেশ খানিকটা সময় তিশাকে কোলে রাখতে হয়েছিল। এ কারণেই বিপত্তিটা ঘটে। এসব তথ্য উল্লেখ করে তৌসিফ মাহবুব বলেন, “পোস্টারের জন্য তিশাকে ২-৪ মিনিট কোলে রাখতে হয়েছিল। তখনই চাপটা পড়ে। এরপর প্রায় এক মাস আমার বাম হাত দিয়ে কোনো ওয়েট নিতে পারিনি। রাতে ঘুমাতে গেলেও ব্যথা করত।”
মজা করে তৌসিফ মাহবুব বলেন, “তিশা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তবু ওকে ঘৃণা করি, আবার ভালোবাসিও। তবে এটা বলা দরকার ছিল—ওর কারণেই আমার হাতের হাড় ভেঙেছিল।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here