সড়কে ১ হাজার ৬০৪ অবরোধ, দায়ী ১২৩ সংগঠন : স্বরাষ্ট্র উপদেষ্টা

0
20
সড়কে ১ হাজার ৬০৪ অবরোধ, দায়ী ১২৩ সংগঠন : স্বরাষ্ট্র উপদেষ্টা
সড়কে ১ হাজার ৬০৪ অবরোধ, দায়ী ১২৩ সংগঠন : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা ও আশপাশের সড়কে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ১২৩টি সংগঠন মিলে এক হাজার ৬০৪টি অবরোধ কর্মসূচি দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও আশপাশে রাস্তায় ১ হাজার ৬০৪টি অবরোধ হয়েছে। এটি করেছে ১২৩টি সংগঠন। এগুলো যদি রাস্তায় না করে নির্দিষ্ট কোনো জায়গায় করা হয়, যেমন মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানে, তবে জনদুর্ভোগ কম হবে।

তিনি আরও বলেন, একটা রাস্তার যদি কোনো একটি কোণা ব্লক হয়ে যায়, পুরো ঢাকা শহর প্রভাবিত হয়। তাই সবার কাছে অনুরোধ, প্রতিবাদ করার অধিকার আছে, তবে সেটা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে।

এ সময় সাংবাদিকরা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আন্দোলনকারীরা যদি অনুমতির জন্য আসে, তবে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সে হিসেবে বর্তমান সরকারের ১৩ মাস চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here