অভাবে পড়ে গয়না বিক্রি করেছিলেন অপু বিশ্বাস

0
20
অভাবে পড়ে গয়না বিক্রি করেছিলেন অপু বিশ্বাস
অভাবে পড়ে গয়না বিক্রি করেছিলেন অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ সময় ধরে বড়পর্দা থেকে দূরে রয়েছেন। বর্তমানে তিনি সিনেমার চেয়ে ব্যক্তিগত ব্যবসা ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তবে আলোচনায় তিনি বরাবরই থেকেছেন নিজের ব্যক্তিজীবনকে ঘিরে। বিশেষ করে প্রাক্তন স্বামী শাকিব খান ও নায়িকা শবনম বুবলীকে কেন্দ্র করে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে এসেছেন অপু।

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে অপু বিশ্বাস তার ব্যক্তিগত জীবনের এক অজানা অধ্যায় শেয়ার করেছেন। তিনি জানান, ২০১৭ সালে সন্তান আব্রাম খান জয়কে নিয়ে দেশে ফেরার সময় তার হাতে কোনো অর্থ ছিল না, এমনকি ব্যাংক অ্যাকাউন্টও ছিল খালি। জীবনের সেই সংকটময় মুহূর্ত তাকে উপলব্ধি করায় অর্থকষ্টে থাকা মানুষের সংগ্রাম কেমন হতে পারে। সেই সময় থেকেই তিনি সঞ্চয়ী ও মিতব্যয়ী হওয়ার অভ্যাস গড়ে তোলেন।

অপু বিশ্বাস আরও জানান, আর্থিক সংকট সামাল দিতে তাকে নিজের প্রিয় সোনার গয়না বিক্রি করতে হয়েছিল। তিনি বলেন, নিয়মিত সিনেমা করার সময়ে শখ করে যেসব গয়না কিনেছিলেন, সেগুলোই পরবর্তীতে তার সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায়। গয়না বিক্রি করে পাওয়া অর্থ দিয়েই তিনি কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছিলেন এবং ধীরে ধীরে আবার কাজের মাধ্যমে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন।

চলচ্চিত্রে অপু বিশ্বাসের যাত্রা শুরু হয় আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ ছবির মাধ্যমে। তবে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনীত ব্যবসাসফল ছবি ‘কোটি টাকার কাবিন’ দিয়ে। এরপর শাকিব-অপু জুটি হয়ে একাধিক হিট ছবিতে কাজ করেন, যার মধ্যে রয়েছে ‘রাজনীতি’, ‘চাচ্চু’, ‘শত্রু আমার’, ‘দুই পৃথিবী’সহ আরও অনেক ছবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here