৮ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

0
17
৮ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের
৮ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসকে ১৩৬ রানে আটকে দিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নিল। ম্যাচে ব্যাটিংয়ে নজর কেড়েছেন লিটন দাস ও সাইফ হাসান। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশ সহজ জয় নিশ্চিত করে।

টসে জিতে আগে বোলিং নেওয়া বাংলাদেশ শুরু থেকেই ডাচদের চাপে ফেলে। তাসকিন আহমেদ ৪ ওভারে মাত্র ২৮ রান খরচ করে ৪ উইকেট নিয়ে দলকে প্রথম ইনিংসেই এগিয়ে নেন। এছাড়া সাইফ হাসান ২ উইকেট এবং মোস্তাফিজুর রহমান ১ উইকেট নেন। নেদারল্যান্ডসের মধ্যে মাত্র দুই ব্যাটসম্যানই ২০ রানের বেশি করেন— ম্যাক্স ও’ডাউড ১৫ বলে ২৩ এবং তেজা নিদামানুরু ২৬ বলে ২৬ রান।

ফিল্ডিংয়েও বাংলাদেশ দারুণ ছিল। জাকের আলী তিনটি ক্যাচ নেন।

জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে দ্রুত রান তাড়া শুরু করে। পারভেজ হোসেন ৯ বলে ১৫ রান করেন, এরপর লিটন দাস ২৬ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ১৩তম ফিফটি পূর্ণ করেন। লিটনের সঙ্গে তানজিদ হাসান ও পরে সাইফ হাসান জুটি গড়েন।

১৪তম ওভারে সাইফ হাসানের দুটি ছক্কা বাংলাদেশকে জয় নিশ্চিত করে। শেষ পর্যন্ত অধিনায়ক লিটন দাস ২৯ বলে ৫৪ ও দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাইফ ১৯ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন। ফলে বাংলাদেশ ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায়।

এই জয়ে বাংলাদেশ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে। লিটনের ব্যাটিং, তাসকিনের বোলিং এবং সাইফের কার্যকরী ইনিংস মিলিয়ে প্রথম ম্যাচটি ছিল সিরিজে বাংলাদেশের দারুণ শুরু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here