কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ইতালি

0
21
কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ইতালি
কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ইতালি

ইতালির ‘কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে দেশটির দূতাবাস। সোমবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ ইতালির দূতাবাস।

এতে বলা হয়, গত কয়েক মাসে দূতাবাস অসংখ্য ওয়ার্ক ভিসার আবেদন পেয়েছে, যেগুলোর সঙ্গে ‘নুল্লা ওস্তা’ কোড এল/এন সংযুক্ত ছিল। এই নির্দিষ্ট নুল্লা ওস্তা ইতালির অভিবাসন আইনের ধারা ২৭-এর ওপর ভিত্তি করে, যা বার্ষিক ফলো ডিক্রি দ্বারা নির্ধারিত কোটার অতিরিক্ত হিসেবে উচ্চ যোগ্যতাসম্পন্ন কর্মীদের (যা ‘কার্টা ব্লু’ নামে পরিচিত) ইতালিতে প্রবেশের অনুমতি দেয়।

দূতাবাস জনসাধারণের উদ্দেশ্যে জানাতে চায় যে, এই বিশেষ ধরনের ভিসা শুধুমাত্র উচ্চ যোগ্যতাসম্পন্ন কর্মীদের জন্য সংরক্ষিত, যাদের উচ্চ যোগ্যতাসম্পন্ন কাজের জন্য নিয়োগ করা হয়। একটি বৈধ নুল্লা ওস্তা কোড এল/এন থাকা মানেই এই ধরনের ভিসা পাওয়া যাবে তার নিশ্চয়তা দেয় না, কারণ এর প্রাপ্যতা প্রমাণ করতে যথাযথ যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বাংলাদেশ থেকে এ ধরনের ভিসার আবেদনকারীদের মধ্যে এখন পর্যন্ত খুব কমসংখ্যকই সফল হয়েছেন। অধিকাংশ আবেদনকারী ওই ভিসার জন্য যথাযথযোগ্য প্রমাণিত না হওয়ায় তাদের সময় ও অর্থ অপচয় হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা জনসাধারণকে সতর্ক করতে চাই, যেন তারা দালাল বা অবৈধ এজেন্টদের ফাঁদে না পড়েন, যারা ‘নুল্লা ওস্তা কোড এল/এন কার্টা ব্লু’ দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং এ সংক্রান্ত নথি সরবরাহ করে থাকে। এগুলো দিয়ে ইতালিতে প্রবেশ করা সম্ভব নয়, যদি না আবেদনকারীর উপযুক্ত বা যথাযথ কাজের অভিজ্ঞতা ও যোগ্যতা থাকে এবং চাকরিটি স্পষ্টভাবে উচ্চ যোগ্যতাসম্পন্ন কাজের সঙ্গে সম্পর্কিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here