ইসরায়েলজুড়ে হাজারো মানুষের বিক্ষোভ

0
15
ইসরায়েলজুড়ে হাজারো মানুষের বিক্ষোভ
ইসরায়েলজুড়ে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হাতে আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির দাবিতে তারা এ বিক্ষোভ করেন।

স্থানীয় সময় শনিবার (৩০ আগস্ট) রাতে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নেন বন্দিদের পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ।

তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত হোস্টেজেস স্কয়ারে সবচেয়ে বড় সমাবেশ হয়। দৈনিক ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, শুধু তেল আবিব নয়, হাইফাসহ আরও কয়েকটি শহরে একই ধরনের বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে শ্লোগান দেন। তাদের অভিযোগ, নেতানিয়াহু সরকার ইচ্ছাকৃতভাবে বন্দি বিনিময় চুক্তি বাধাগ্রস্ত করছে, যার ফলে প্রিয়জনদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

তেল আবিবে সেনা সদরদপ্তরের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি বন্দি মাতান জাঙ্গাউকারের মা, আইনাভ নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, যদি মাতানকে লাশের ব্যাগে ফিরতে হয়, তবে এর দায় শুধু আমার আর মাতানের নয়, আপনাকেও (নেতানিয়াহু) এর দায় নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here