রাকান আর্মি বেঁচেই আছে মাদক বেচে: স্বরাষ্ট্র উপদেষ্টা

0
15
রাকান আর্মি বেঁচেই আছে মাদক বেচে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাকান আর্মি বেঁচেই আছে মাদক বেচে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আরাকান আর্মি শুধু মাদক বিক্রি করে বেঁচে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে প্রচুর মাদক প্রবেশ করছে, তবে আগের চেয়ে ধরা পড়ছে বেশি। নতুন নতুন ধরনের মাদকও আসছে এবং সেগুলো হোটেলগুলোতে ব্যবহৃত হচ্ছে। এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তিনি সতর্ক করে বলেন, মাদক নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।
তিনি আরও বলেন, আরাকান আর্মি বেঁচে আছে শুধু মাদক বিক্রি করে। তাদের প্রধান আয় মাদক থেকেই আসে। তারা মিয়ানমারের সীমান্ত দখল করে নিয়েছে। তবে ইদানীং তারা কৃষিকাজে ঝুঁকছে। সেটা হলে মাদকের প্রবাহ কিছুটা হলেও কমবে। বর্তমানে প্রতিদিন লাখ লাখ পিস ইয়াবা ধরা পড়ছে।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, উপাচার্যের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। যারা ডাকসুতে ভোট দিচ্ছেন তারা সবাই শিক্ষিত সমাজের অংশ। প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররাও উচ্চশিক্ষিত। এটি জাতীয় নির্বাচনের মতো পুরোপুরি না হলেও একটি মডেল হিসেবে কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here