নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

0
10
নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন দুর্গাপূজায় যাতে কোনোরূপ বাধা বা সমস্যার মুখোমুখি না হতে হয়, সেই জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভার পরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘পূজা খুব নিকটে চলে এসেছে। এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। তাই এর পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আমরা কাউকে ধর্মের বিচারে ভেদাভেদ করব না। পূজা যেন নির্বিঘ্নে উদযাপিত হয়, সেই ব্যবস্থা নেয়া আমাদের মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘অনেক স্থানে পূজা কমিটির মধ্যে কিছু কোন্দল রয়েছে। আমরা আশা করি তারা নিজেদের মধ্যে সমঝোতা স্থাপন করবে এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন নিশ্চিত করবে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করেন, এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে, উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উদযাপিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here