‘মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য’

0
10
‘মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য’
‘মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারো চাকরি করার জন্য জন্মায়নি; বরং মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য হয়েছে। তিনি বলেন, ‘মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি করার জন্য নয়। আমাদের লক্ষ্য, প্রতিটি মানুষকে তার নিজের সক্ষমতা অনুযায়ী যেখানে যেতে চায়, সেখানে যাওয়ার সুযোগ দেওয়া।’

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, প্রযুক্তির উন্নয়নের কারণে এখন মানুষ যে কোনো কাজে বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারছে। তাই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ আরও সম্প্রসারণ করা জরুরি। তিনি উল্লেখ করেন, বর্তমানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আগের তুলনায় অনেক বেশি দক্ষ এবং উদ্ভাবনী।

তিনি পিকেএসএফ প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করে বলেন, ‘বিশ্বব্যাংক থেকে ২০ কোটি টাকার একটি ফান্ডের মাধ্যমে পিকেএসএফ-এর জন্ম হয়। এটি একটি দারিদ্র্য নিরসনের আন্দোলনের মূল ভিত্তি। আমরা যদি ফাইন্যান্সিয়াল সিস্টেমকে শক্তিশালী করতে পারি, তবে সত্যিকারের উদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

উপদেষ্টা আরও বলেন, পিকেএসএফ এখন নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করছে। ভবিষ্যতে আরও বেশি মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগী হতে হবে এবং প্রয়োজনীয় আইন ও নীতিমালা আরও সম্প্রসারণের দিকে মনোযোগ দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here