সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জানিয়েছেন, তারেক রহমানের ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত তিনি দেশে ফেরত আসবেন। আপনারা দোয়া করবেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন লুৎফুজ্জামান বাবর । দীর্ঘ প্রায় ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক। তবে কিছু রাজনৈতিক বিষয়েও আলোচনা হয়েছে।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে বাবর বলেন, উনারা ভালো করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। আন্তরিকতার কোনো কমতি নেই।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে বিএনপি সরকারকে সহযোগিতা করবে বলেও জানান তিনি। এছাড়া সীমান্ত নিরাপত্তা ও পুলিশের নতুন নিয়োগের ব্যাপারে কথা হয়েছে বলে জানান বাবর।
এসময় লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার না হওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উদ্বেগ জানানো হয়েছে বলে জানান বাবর।
ভারতে বসে আওয়ামী লীগের নেতাদের বৈঠক নিয়ে বাবর বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার ভারতে বসে বিভিন্ন শিল্পগোষ্ঠীর সাথে বৈঠক করছে। নির্বাচন ভণ্ডুলেরও ষড়যন্ত্র করছে তারা। সে বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে।
জানা গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। সেক্ষেত্রে তার সার্বিক ও সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করতেই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে স্বাক্ষাৎ করেন সাবেক এই প্রতিমন্ত্রী।
লুৎফুজ্জামান বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি একাধিকবার আলোচনায় আসেন- কখনও প্রশংসিত আবার কখনও সমালোচিত হন। তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসা উপলক্ষ্যে সাংবাদিক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ভিড় করেছেন।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা (অব) লে. জনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, সিনিয়র সচিব নাসিমূল গণি এবং পুলিশের (আইজি) বাহারুল আলম, সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান এবং সাবেক এডিশনাল আইজি মাহবুবুর রহমান অংশ নিয়েছেন।