এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। নুয়ান তুষারার প্রথম ওভারের তিন নম্বর বোলে আউট হন তানজিদ হাসান তামিম। শূন্য রানে প্রথম ওভার শেষ করেন টাইগাররা। দ্বিতীয় ওভারের প্রথম বোলে উইকেট ক্যাপারের হাতে বল তুলে দিয়ে সাজঘরে ফিরেন পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ওভারেও নিজেদের ঝুঁলিতে রান তুলতে পারেননি টাইগাররা।
শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলংকা। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় এসেছেন শরিফুল ইসলাম।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশ
পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা।