ইয়েমেনে ব্যাপক ইসরায়েলি হামলা, নিহত ৮

0
59
ইয়েমেনে ব্যাপক ইসরায়েলি হামলা, নিহত ৮
ইয়েমেনে ব্যাপক ইসরায়েলি হামলা, নিহত ৮

ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং অন্তত ১৪২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) একাধিক স্থানে এ বিমান হামলা চালানো হয়। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, এতে অংশ নিয়েছে ডজনের বেশি যুদ্ধবিমান। হুতির কমান্ড হেডকোয়ার্টারসহ বিভিন্ন স্থাপনা ছিল এ হামলার লক্ষ্য।

অন্যদিকে হুতিদের অভিযোগ, আবাসিক এলাকায় চালানো হয়েছে অভিযান। গুঁড়িয়ে দেয়া হয়েছে বেশ কয়েকটি ভবন। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ।

এর আগে, বুধবার (২৪ সেপ্টেম্বর) ইসরায়েলের ইলাত শহরে ড্রোন হামলার দাবি করে হুতি। যাতে আহত হয় বেশ কয়েকজন ইসরায়েলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here