স্বর্ণের পর এবার দেশের বাজারে রুপার দামও ছুঁয়েছে নতুন উচ্চতা। ভরিতে ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৫৪ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দাম বুধবার (৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে রুপার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী— ২২ ক্যারেটের রুপার ভরি ৪ হাজার ৬৫৪ টাকা, ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৪৪৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৮০২ টাকা, সনাতন পদ্ধতির ভরি ২ হাজার ৮৫৮ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, চলতি বছরের ২৩ সেপ্টেম্বর সর্বশেষ রুপার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ছিল ৩ হাজার ৬২৮ টাকা, যা তখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।
এ নিয়ে চলতি বছর পঞ্চমবারের মতো রুপার দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে চারবার দাম বেড়েছে এবং একবার কমেছে। গত বছর রুপার দাম সমন্বয় করা হয়েছিল তিনবার।
অন্যদিকে, সম্প্রতি স্বর্ণের দামও বেড়েছে। ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা—যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।