মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে হজযাত্রী নিবন্ধনের সুযোগ

0
15
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে হজযাত্রী নিবন্ধনের সুযোগ
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে হজযাত্রী নিবন্ধনের সুযোগ

হজযাত্রী নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এর ফলে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও হজযাত্রী নিবন্ধন করা যাবে। তবে এ ক্ষেত্রে পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে। এক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী/হজ এজেন্সিকে ভিসা ইস্যুর নিমিত্ত পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদ সংবলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। যদি মেয়াদ সম্বলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করা না হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট হজযাত্রীর ভিসা ইস্যু হবে না।

সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুসারে ২০২৬ সালের ১২ অক্টোবর হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here