অভিনয়ে সালসাবিল

0
43
অভিনয়ে সালসাবিল
অভিনয়ে সালসাবিল

এবার অভিনয়ে নাম লেখালেন গায়ক মাইনুল আহসান নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ। গান থেকে অভিনয়ে পা রাখলেন তিনি। তার ছোট পর্দায় অভিষেক ঘটছে ‘টানাপোড়েন’ শিরোনামের ধারাবাহিক নাটকের মাধ্যমে। বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সালসাবিল।

নাটকটি পরিচালনা করছেন বাপ্পি খান। এটি একটি পারিবারিক গল্পনির্ভর নাটক, যেখানে তুলে ধরা হয়েছে ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং জীবনের নানা টানাপোড়েনের গল্প। সালসাবিল জানিয়েছেন, এ নাটকের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয় করছেন। চরিত্রটি চ্যালেঞ্জিং এবং এ নিয়ে আমি ভীষণভাবে উচ্ছ্বসিত। এরই মধ্যে নাটকের শুটিং শুরু হয়েছে। সম্প্রতি তিনি তার ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশ করেছেন, যেখানে তাকে বিমর্ষ এক চরিত্রে দেখা যাচ্ছে।

পোস্টারটি প্রকাশের পর দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। অভিনয়ের শুরুতেই সালসাবিলের আগমনে সাড়া মিলেছে অনুরাগীদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে অভিনয়শিল্পী হিসেবে শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন এবং তার নতুন চরিত্র দেখার জন্য উৎসুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here