সরকার এখন থেকেই পুরোপুরি ‘কেয়ারটেকার’ মুডে চলে যাক: আমীর খসরু

0
12
সরকার এখন থেকেই পুরোপুরি ‘কেয়ারটেকার’ মুডে চলে যাক: আমীর খসরু
সরকার এখন থেকেই পুরোপুরি ‘কেয়ারটেকার’ মুডে চলে যাক: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিরপেক্ষতার স্বার্থে অন্তবর্তী সরকারকে অবিলম্বে ‘কেয়ারটেকার’ সরকারের আদলে যেতে হবে।
তিনি বলেন, যেহেতু বর্তমান সরকারই অন্তবর্তী সরকার হিসেবে আগামী নির্বাচনে কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবে- তাহলে এখন থেকেই সেই ভূমিকা পালন শুরু করা উচিত। অন্তবর্তী সরকার এখন থেকেই পুরোপুরি কেয়ারটেকার মুডে চলে যাক।
বুধবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, সরকারের ভেতরে বা বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ রাখে, তাদের রেখে নিরপেক্ষতা রক্ষা সম্ভব নয়। আমরা লক্ষ্য করেছি, সাম্প্রতিক সময়ে অনেকগুলো পদায়ন, বদলি ও প্রশাসনিক সিদ্ধান্তে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু ব্যক্তি এসব প্রক্রিয়াকে প্রভাবিত করছে। তাই আমরা বলেছি- যারা আগামী নির্বাচনে অংশ নেবে, বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, কিংবা নিজেদের সেই দলের অংশ হিসেবে চিহ্নিত করেছে, তারা সরকারে থাকলে কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবেন না।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কেয়ারটেকার সরকারের চরিত্র ও কাঠামো সংবিধানে নির্ধারিত আছে। তাই এই সরকারকে এখন থেকেই সংবিধানে বর্ণিত কেয়ারটেকার সরকারের বৈশিষ্ট্য অনুযায়ী আচরণ করতে হবে। তাদের এখন আর গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়; বরং ধীরে ধীরে কেবল দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমেই সীমাবদ্ধ থাকা উচিত। কারণ, বড় কোনো সিদ্ধান্ত নিলে সেটি নিয়ে নানা প্রশ্ন উঠছে।
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আমীর খসরু বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের দিকে এগোতে গিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নানা তৎপরতা আমরা মাঠে দেখতে পাচ্ছি। বিএনপি চাইলে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে রাস্তায় নামতে পারত, কিন্তু আমরা তা করিনি। আমরা দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করছি। জোর করে কিছু আদায় করার চেষ্টা করিনি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী।
তিনি বলেন, আগামী নির্বাচনে অংশ নিয়ে প্রতিটি দলেরই ম্যান্ডেট নেওয়ার অধিকার আছে। কিন্তু নানা দাবি তুলে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা ঠিক নয়। রাস্তায় যাওয়ার দিন শেষ- এখন যেতে হবে জনগণের কাছে।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা চাই একটি শান্তিপূর্ণ ট্রানজিশন হোক। যারা সরকারে আছেন, বিশেষ করে ড. মুহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে- তিনি যেন সম্মানের সঙ্গে দায়িত্ব শেষ করতে পারেন, সেটাই আমরা চাই। কিন্তু কিছু লোকের কর্মকাণ্ডে তা বিঘ্নিত হচ্ছে। তাই আমরা বলেছি, অন্তবর্তী সরকার এখন থেকেই পুরোপুরি কেয়ারটেকার মুডে চলে যাক।
ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান, প্রয়াত মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমান, মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন আলমগীরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here