আফগানিস্তানে হাসপাতালে প্রবেশে পড়তে হবে বোরকা

0
45
আফগানিস্তানে হাসপাতালে প্রবেশে পড়তে হবে বোরকা
আফগানিস্তানে হাসপাতালে প্রবেশে পড়তে হবে বোরকা

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে নারী রোগী, সেবীকা ও কর্মীদের হাসপাতালে প্রবেশে বোরকা পরার নির্দেশ দিয়েছে তালেবান সরকার। গেল ৫ নভেম্বর থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স।

সংস্থাটি জানায়, তালেবানের জারি করা এমন নির্দেশনার পর আঞ্চলিক হাসপাতালে নারী রোগীদের চিকিৎসা গ্রহণ কমেছে ২৮ শতাংশ। এই বিধি-নিষেধ নারীদের জীবনকে আরও কঠিন করে তুলেছে। এমনকি হাসপাতালে প্রবেশপথে দাঁড়িয়ে বোরকা না পরা নারীদের ভেতরে যেতে দিচ্ছে না তালেবান সদস্যরা।

হেরাত শহরে হাসপাতাল ছাড়াও স্কুল, সরকারি অফিস ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রবেশেও নারীদের বোরকা বাধ্যতামূলক করা হয়েছে। তবে তালেবান সরকারের এক মুখপাত্র অভিযোগ অস্বীকার করে বলেন, তার প্রশাসন নারীদের হিজাব পরার নির্দেশনা দিয়েছে। যদিও আন্তর্জাতিক মহলের উদ্বেগের পর কিছু এলাকায় বিধি-নিষেধ আংশিক শিথিল করেছে তালেবান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here