ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৪২ ভারতীয় নিহত

0
39
ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৪২ ভারতীয় নিহত
ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৪২ ভারতীয় নিহত

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৪২ জন ভারতীয় নাগরিক। মদিনার কাছে তাদের বহনকারী বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত হন তারা। নিহতদের বেশিরভাগই হায়দরাবাদের বাসিন্দা। খবর গাল্ফ নিউজের।

প্রতিবেদনে বলা হয়, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে মুফরিহাটের কাছে ভারতীয় সময় রোববার রাত ১টা ৩০ মিনিটের দিকে বাসটির সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। নিহত যাত্রীদের মধ্যে হায়দরাবাদের ১১ জন নারী ১০ জন শিশু রয়েছে।

তেলেঙ্গানা রাজ্য সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে। এক বিবৃতিতে জানানো হয়, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি রিয়াদ দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন।

হায়দরাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেন, আগুন লাগার সময় বাসটিতে ৪২ জন ওমরাহ যাত্রী ছিলেন। তিনি রিয়াদে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) আবু মাথেন জর্জের সঙ্গে যোগাযোগ করেছেন।

ওয়াইসি কেন্দ্রীয় সরকারের কাছে লাশ ভারতে ফিরিয়ে আনা এবং আহতদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here