চমকে দিলেন মাধুরী

0
61
চমকে দিলেন মাধুরী
চমকে দিলেন মাধুরী

নাগেশ কুকুনুর পরিচালিত ‘মিসেস দেশপান্ডে’ সিরিজ নিয়ে দীর্ঘদিন পর ওটিটি’র পর্দায় ফিরছেন মাধুরী দীক্ষিত। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সিরিজটির ২০ সেকেন্ডের টিজার শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেত্রী। আর সেই টিজারে এমন এক টুইস্টের দেখা মিলেছে, যা ছিল সবার কল্পনার বাইরে। টিজার দেখে বোঝা যায়, এই সিরিজে তিনি এক ভয়ংকর সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করবেন। কারণ প্রথমে তাকে দেখা যায়, তিনি ধীরে ধীরে গহনা ও মেকআপ খুলছেন। ঠিক তখনই আবার দৃশ্যটি কাট হয়ে কারাগারের পোশাকে দেখা যায় তাকে। আর তখন তার মুখে ছিল রহস্যময় চাহনি ও হালকা হাসি। বেশ কিছুদিন আগে একদিন সকালে ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট দেন মাধুরী। আর সেই পোস্টে তার জনপ্রিয় গানগুলোর কথা সাজানো ছিল নতুনভাবে। কামিং সুন ক্যাপশনের সঙ্গে ছিল- ‘এক দো তিন চার পাঁচ ছয় সাত আট’, ‘ভোলি সি সুরত, আখো মে মাস্তি’। আর এগুলো দেখে ভক্তদের মাঝে প্রবল আগ্রহও শুরু হয়। আইফা অ্যাওয়ার্ডসে এসে মাধুরী বলেন, ইচ্ছা করে আলাদা কিছু করার, চেষ্টা ছিল না। তবে, এই চরিত্রটি এমন কিছু, যা আমি করতে চাই। এটি আমার এক ভিন্ন দিককে স্পর্শ করে। প্রসঙ্গত, ‘মিসেস দেশপান্ডে’ ফরাসি থ্রিলার ‘লা মান্তে’র অফিসিয়াল রিমেক হিসেবে নির্মিত হয়েছে। তবে, সিরিজটি মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here