আলাস্কা ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তের কাছে শনিবার (৬ ডিসেম্বর) একটি প্রত্যন্ত অঞ্চলে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি আলাস্কার জুনাউ থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে আঘাত হেনেছে।
হোয়াইটহর্সে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, তাদের ডিটাচমেন্ট দুটি ৯১১ কল পেয়েছে এবং অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প অনুভব করার কথা জানিয়েছে।
ন্যাচারাল রিসোর্সেস কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে অংশে সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে তা পাহাড়ি এবং এখানে লোকসংখ্যা কম। বেশিরভাগ মানুষ জানিয়েছে, তাক থেকে জিনিসপত্র পড়ে গেছে, তবে কোনো বড় কাঠামোগত ক্ষতির খবর নেই।



