ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শহরের আদালত সড়কের সামনে আজ শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। হঠাৎ গোলাগুলির শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই দোকানপাটের শাটার নামিয়ে দেন ব্যবসায়ীরা, আর পথচারীরা নিরাপত্তার জন্য চারদিকে ছুটোছুটি শুরু করেন।
স্থানীয় সূত্র জানায়, পূর্ববর্তী বিরোধের জের ধরে দুই পক্ষের উচ্ছৃঙ্খল যুবকদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। এতে সাব্বির নামে এক যুবক বুকে গুলিবিদ্ধ হন। তার বাবা হেলাল মিয়া পেশায় রিকশা চালক। সাব্বির পৌর শহরের মাঝিকাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাদের পৈতৃক বাড়ি শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামে।
ঘটনার খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নবীনগর থানার পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন।




