ঢাকাই চিত্রনায়িকা পরী মণি মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। ব্যক্তিজীবন কিংবা পেশাগত কর্মকাণ্ড—দুটোতেই প্রায়ই সমালোচনার মুখে পড়তে দেখা যায় তাকে। এবার নরসিংদীতে একটি বিউটি পার্লার উদ্বোধন করতে গিয়ে নিজের পোশাক নিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন এই নায়িকা।
সম্প্রতি নরসিংদীতে একটি বিউটি পার্লারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন পরী মণি। অনুষ্ঠানে তিনি পরেছিলেন সবুজ রঙের একটি স্লিভলেস ডিপনেক গাউন। জনসমাগমপূর্ণ এলাকায় নায়িকার এমন খোলামেলা পোশাক অনেকের কাছেই দৃষ্টিকটু লেগেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করেছেন নেটিজেনরা।
অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। মন্তব্যের ঘরে অনেকে পরী মণির পোশাক নির্বাচনের সমালোচনা করে বলেন, প্রকাশ্য জনসমক্ষে এমন পোশাক শোভন নয়। কেউ কেউ আবার তার ব্যক্তিগত পছন্দের বিষয়টি সামনে এনে ভিন্নমতও দিয়েছেন।
ইদানীং চলচ্চিত্রের শুটিংয়ের চেয়ে বিভিন্ন শোরুম ও প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বেশি দেখা যাচ্ছে পরী মণিকে। নরসিংদীর ঘটনার আগেও রাজধানীর বসুন্ধরা এলাকায় একটি স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। একের পর এক ফিতা কাটার অনুষ্ঠানে তার উপস্থিতি এখন নিয়মিত বিষয় হয়ে উঠেছে।
তবে বিতর্কের মাঝেও কাজের জগতে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। তার অভিনীত চলচ্চিত্র ‘ডোডোর গল্প’ মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি নতুন বছরে শুরু হতে যাচ্ছে রাজনৈতিক থ্রিলার ঘরানার নতুন সিনেমা ‘গোলাপ’-এর শুটিং। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে উপজীব্য করে অনিক বিশ্বাসের চিত্রনাট্যে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করবেন সামছুল হুদা। এতে পরী মণির বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব হোসেন।




