নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আমান উল্লাহ আমান

0
6

নির্বাচন ছাড়া কখনোই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান।

তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ও পাকাপোক্ত করতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। কারণ গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণ।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল উপজেলার তারানগর ইউনিয়নের তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যাতে তারা সামাজিক ও অর্থনৈতিকভাবে আরও সুরক্ষা পায়।

তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। একটি মহল নির্বাচন বানচাল করতে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সকল বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমেই দেশে গণতন্ত্র আরও সুদৃঢ় হবে।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মেহেদি হাসান, ডা. মো. জাবেদ আহমেদ, ডা. মো. মাহমুদ আলম তারিক, ডা. আলী নূর পলাশ, ডা. জাকির হোসেনসহ তারানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here