জাতীয় নারী ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ ঘিরে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পেতে আরও সময় নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, তদন্ত প্রতিবেদন আগামী বছরের ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে বিসিবির কাছে জমা দেওয়া হবে।
জাহানারা আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর তদন্ত কমিটি গঠন করে বিসিবি। সে সময় কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করা সম্ভব হয়নি। পরবর্তীতে জাহানারার আবেদনের পর অভিযোগ দাখিলের সময়সীমা বাড়ানো হয় এবং বিসিবি জানিয়েছিল, ২০ ডিসেম্বরের মধ্যে তদন্ত রিপোর্ট পাওয়ার আশা করা হচ্ছে।
তবে রোববার (২১ ডিসেম্বর) বিসিবির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহানারা আলমের লিখিত অভিযোগ ইতোমধ্যে তদন্ত কমিটির হাতে পৌঁছেছে। অভিযোগের বিষয়টি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিস্তারিতভাবে যাচাই করতে কমিটি অতিরিক্ত সময় চেয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্ত কমিটি ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও পক্ষের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য সংগ্রহ করেছে। তবে তদন্তের স্বার্থে আরও কয়েকজনের বক্তব্য নেওয়া বাকি থাকায় পূর্ণাঙ্গ অনুসন্ধান সম্পন্ন করতে সময় প্রয়োজন।
কমিটির এই আবেদনের প্রেক্ষিতে বিসিবি তদন্তের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সব ধরনের যাচাই-বাছাই ও প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২০২৬ সালের ৩১ জানুয়ারিকে নতুন সময়সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
জাহানারা আলম ইস্যুতে তদন্তের অগ্রগতি ও চূড়ান্ত প্রতিবেদনের দিকে এখন তাকিয়ে রয়েছে দেশের ক্রীড়াঙ্গন, যেখানে এই মামলার ফলাফল নারী ক্রিকেট ও ক্রীড়া প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।




