বিপিএলের মাঠেও শোকের আবহ

0
25

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক। বুধবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপার্সন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নেয় লাখো মানুষ। একই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনে বিশেষ দোয়ায় অংশ নেন বাংলাদেশে প্রিমিয়ার লিগে অংশ নেওয়া (বিপিএল) বেশকিছু ক্রিকেটার, বিসিবি ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং সাংবাদিকরা। মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দর রনি, নাসির হোসেনরা গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন।

এদিকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় মধ্যপথে বাতিল করা হয়েছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। নতুন সূচিতে ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটেই হবে ম্যাচ, আগের মতো ১৫ জানুয়ারি থেকেই শুরু ঢাকা পর্ব, ফাইনাল ২৩ জানুয়ারি। দুই দিন বিরতির পর আজ দুপুর একটায় সিলেট টাইটান্সের মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যা ছয়টায় রাজশাহী ওয়ারিয়র্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
মঙ্গলবার ভোরে না ফেরার দেশে পাড়ি জমান অন্যায়ের সঙ্গে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশজুড়ে। তাতে সম্মান জানাতে সিলেটে সেদিন বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করে বিসিবি। স্থগিত ম্যাচ দুটি  হবে ৪ জানুয়ারি। আগের সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে খেলা শুরু হওয়ার কথা ছিল, তবে ওই ম্যাচগুলো সিলেটে সরিয়ে আনা হয়েছে। ২ জানুয়ারি সিলেট পর্ব শেষ হওয়ার কথা থাকলেও তা এখন হবে ১২ জানুয়ারি। এরপর বিপিএল চলে যাবে ঢাকায়। সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধা এবং বাংলাদেশ দলের আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান, ‘দুই ভেন্যুতে ম্যাচ নিয়ে আসতে হচ্ছে।

চট্টগ্রামের দর্শক আর ম্যানেজমেন্টের কাছে আমরা দুঃখিত।’ এর আগে এক বিবৃতিতে গভীর শোক জানিয়ে বিসিবি উল্লেখ করে,‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত। ক্রিকেট আজ যে অগ্রগতি অর্জন করেছে তার পথ প্রশস্ত করতে সাহায্য করেছে বেগম খালেদা জিয়ার দূরদৃষ্টি ও উৎসাহ। বিসিবি এই বিরাট ক্ষতিতে সমগ্র দেশের সঙ্গে গভীর শোক ও দুঃখে শামিল হচ্ছে এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তার আত্মার চিরশান্তির জন্য আমাদের দোয়া।’
খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বলেন,‘আমরা যখন ক্রিকেটে ভালো করতাম তখন তার অফিসে আমাদের দাওয়াত দিয়েছে। আমরা সেখানে গিয়েছি এবং আমার জীবনের সবচেয়ে বড় যে প্রাপ্তি ছিল রাষ্ট্রীয় পুরস্কার। সেই পুরস্কার তিনি আমার গলায় পরিয়ে দিয়েছিলেন। আমরা আজ শোকাহত। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।’
বুলবুল বলেন, ‘আমার স্মৃতি আছে কিছু আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে। আইসিসি ট্রফিতে ১৯৯৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমাদেরকে সংবর্ধনা দিয়েছিল মিন্টো রোডে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here