সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা -২ আসনের দলীয় মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও এর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।
শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১ টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে প্রবেশ করেন তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো শেষে দোয়া ও মোনাজাত করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল খান বাবলু, পরিচালক ফয়সাল সামাদ এবং পরিচালক ড. রশিদ আহমদ হোসাইনী।
শোক প্রকাশ করে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, “সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে বিজিএমইএ’র প্রতিটি সদস্য গভীরভাবে শোকাহত। পোশাক শিল্পসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।”
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা ও কল্যাণে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। তিনি তার কর্ম ও আদর্শের মধ্য দিয়েই প্রতিটি বাংলাদেশির হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।
এ সময় সমাধিস্থলে কোরআন তেলাওয়াত চলতে দেখা যায়। পাশাপাশি জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্স এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন দলের কর্মী ও গণপূর্ত অধিদফতরের কর্মীরা।এদিন জুমার নামাজের পর বেগম জিয়ার মাগফেরাতের জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা ছিল অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন।



