ফুটবল ছাড়লেও মাঠ ছাড়ছেন না মেসি,জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

0
34

ফুটবলের ঝলমলে অধ্যায় শেষ হলে নিজেকে কোথায় দেখতে চান—এই প্রশ্নের স্পষ্ট উত্তর দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। তিনি জানিয়েছেন, কোচ হওয়ার কোনো পরিকল্পনা তার নেই; এমনকি জাতীয় দলের দায়িত্ব নেওয়ার কথাও ভাবছেন না।

এর মাধ্যমে স্পষ্ট হয়েছে, কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ানোর চেয়ে ক্লাবের মালিক বা পরিচালকের ভূমিকায় সিদ্ধান্ত নেওয়াকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। এ কারণেই দিয়েগো ম্যারাডোনার মতো জাতীয় দলের কোচ হওয়ার পথে হাঁটছেন না মেসি। উল্লেখযোগ্যভাবে, উরুগুয়েতে লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে একটি ক্লাব প্রকল্পেও যুক্ত রয়েছেন তিনি।

সাক্ষাৎকারে মানসিক স্বাস্থ্য নিয়েও খোলামেলা কথা বলেন মেসি। তিনি জানান, বার্সেলোনায় খেলার সময় এক পর্যায়ে থেরাপি নিয়েছিলেন, তবে বর্তমানে সেটির প্রয়োজন অনুভব করেন না। একা সময় কাটাতে তার ভালো লাগে বলেও জানান তিনি। আবার সন্তানদের কোলাহলে ভরা ঘরকেও তিনি আনন্দের উৎস হিসেবেই দেখেন।

সব মিলিয়ে, ফুটবল থেকে সরে গেলেও খেলাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান না মেসি—মাঠের নায়ক থেকে ভবিষ্যৎ গড়ার নির্মাতা হয়ে ওঠাই তার লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here