ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেতা তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল বিবেচনা করে এটি ঘোষিত হয়।
শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন এবং অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। তাসনিম জারা এবং তার প্রতিনিধিরা প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানিতে অংশ নেন।
এই ঘোষণার সঙ্গে সঙ্গে তাসনিম জারা এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে সম্পূর্ণভাবে সক্ষম। নির্বাচনী প্রক্রিয়ায় তার মনোনয়নে আর কোনো বাধা নেই।




