শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের তহবিল সংগ্রহে আয়োজন করা হয়েছে একটি বিশেষ চ্যারিটি কনসার্ট। ‘কুয়াশার গান’ শিরোনামের এই আউটডোর কনসার্ট অনুষ্ঠিত হবে আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। কনসার্টটির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও স্পিরিটস অব জুলাই। এই কনসার্টে পারফর্ম করবে দেশের জনপ্রিয় চারটি ব্যান্ড।
এগুলো হচ্ছে চিরকুট, আভাস, অ্যাশেজ ও কৃষ্ণপক্ষ। এদিন সন্ধ্যা ৬টায় মঞ্চে উঠবে কৃষ্ণপক্ষ। সন্ধ্যা ৭টায় আভাস, রাত ৮টায় চিরকুট এবং রাত সাড়ে ৯টা থেকে অ্যাশেজের পরিবেশনার মধ্য দিয়ে কনসার্টের সমাপ্তি ঘটবে।
আয়োজকরা জানান, এটি একটি সম্পূর্ণ মানবিক ও দাতব্য আয়োজন, যার মূল উদ্দেশ্য শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। কনসার্ট থেকে সংগৃহীত অর্থ শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণে ব্যয় করা হবে।
এর আগেও শীতার্ত মানুষের সহায়তায় সংগীতের মাধ্যমে তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। গত ১১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে অনুষ্ঠিত হয়েছিল ‘সুরে বোনা সোয়েটার’ শীর্ষক আরেকটি চ্যারিটি কনসার্ট।
ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি আয়োজিত ওই কনসার্টে আর্থিক অনুদানের পাশাপাশি নতুন ও পুরোনো কাপড় এবং কম্বল সংগ্রহ করা হয়।




