ইলিয়াস কাঞ্চনের সবশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

0
10

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বেশ কিছুদিন ধরে ক্যান্সারের চিকিৎসার জন্য লন্ডনে আছেন। দ্বিতীয় দফায় তার কেমোথেরাপি চলছে। এ থেরাপি চলবে আগামী মে মাস পর্যন্ত। এরপর জার্মানিতে নিয়ে গিয়ে একটি ভ্যাকসিন দেওয়া হবে।

এরপর যদি তার শরীর অনেকটা ঠিকঠাক হয়ে যায় তবেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানালেন নিরপদ সড়ক চাইয়ের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

এদিকে ইলিয়াস কাঞ্চনের সহশিল্পীরাও আশায় বুক বেঁধে আছেন যে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি দেশে ফিরবেন। চিত্রনায়িকা চম্পা বলেন, ‘কাঞ্চন ভাইয়ের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছি। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠে তার পরিবারের কাছে ফিরতে পারেন।’

চিত্রনায়িকা শাবনাজ বলেন, ‘কাঞ্চন ভাই আমাদের চলচ্চিত্রের গর্ব। পাশাপাশি নিরাপদ সড়ক চাই নিয়ে তিনি যুগের পর যুগ যে আন্দোলন করে গেছেন তা প্রজন্মের পর প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়েই থাকবে। আমি তার পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।’

চিত্রনায়িকা পপি বলেন, ‘কাঞ্চন ভাইয়ের সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছি। তিনি আমাকে খুব স্নেহ করতেন। নানা সময়ে তার কাছ থেকে নানা পরামর্শ নিয়েছি। নিঃসন্দেহে তিনি ভালো মনের একজন মানুষ। এমন একজন মানুষ আজ জীবন নিয়ে যুদ্ধ করছেন। তার এ যুদ্ধ যেন দ্রুত শেষ হয়ে যায় এ দোয়াই করছি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন- এমনটাই চাওয়া।’

মিশা সওদাগর বলেন, ‘কাঞ্চন ভাই সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসুন এটাই আমাদের প্রত্যাশা। তিনি ভীষণ ভালো মনের একজন মানুষ এবং একজন গুণী অভিনেতা। বাংলাদেশের চলচ্চিত্রে তার অনেক অবদান রয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here