ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। রোববার রাতে প্রকাশিত টাইমস অব মাল্টার এক প্রতিবেদনে এই মর্মান্তিক তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে একমাত্র জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির বর্ণনার উদ্ধৃতি দেওয়া হয়।
মাল্টার সশস্ত্র বাহিনী জানিয়েছে, শুক্রবার তিউনিসিয়ার উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ সমুদ্র থেকে একজন ব্যক্তিকে জীবিত উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য মাল্টায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া ওই ব্যক্তি কর্তৃপক্ষকে জানান, নৌকাডুবির ঘটনায় তার সঙ্গে থাকা অন্তত ৫০ জন আর বেঁচে নেই।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অভিবাসনপ্রত্যাশীদের সহায়তাকারী স্বাধীন সংগঠন অ্যালার্ম ফোনও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। সংগঠনটি জানায়, উদ্ধার হওয়া ব্যক্তি তাদের জানিয়েছেন, নৌকায় থাকা লোকজন তিউনিসিয়া থেকে যাত্রা শুরু করেছিল এবং দুর্ঘটনার পর প্রায় ২৪ ঘণ্টা তারা সমুদ্রে ভাসতে বাধ্য হয়।
এর আগে গত সপ্তাহে অ্যালার্ম ফোন জানায়, তিউনিসিয়া থেকে ছেড়ে আসা অন্তত তিনটি নৌকায় করে যাত্রা করা প্রায় ১৫০ জন অভিবাসী ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে নিখোঁজ হয়েছেন। তবে সদ্য ডুবে যাওয়া নৌকাটি ওই নিখোঁজদের তালিকাভুক্ত কোনো নৌকা কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, ইউরোপে পৌঁছানোর আশায় বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা করা অভিবাসীদের সংখ্যা বাড়তে থাকায় ভূমধ্যসাগর আবারও এক নীরব মৃত্যুকূপে পরিণত হচ্ছে। পর্যাপ্ত নিরাপত্তা ও তদারকির অভাবে এমন দুর্ঘটনা বারবার ঘটছে, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করছে।




