এবার কেন গম্ভীরকে সোশ্যাল মিডিয়া এড়ানোর পরামর্শ দিলেন রাহানে!

0
9

ভারতের সাবেক টেস্ট অধিনায়ক অজিঙ্কা রাহানের মতে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত প্রধান কোচ গৌতম গম্ভীরের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের সঙ্গে গম্ভীরের কথোপকথনের পরিপ্রেক্ষিতেই এমন মন্তব্য করেন তিনি।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহানে বলেন, “এই মুহূর্তে গম্ভীরের উচিত সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলা। মানুষ কী বলছে বা লিখছে, সেদিকে মন না দিয়ে সামনে থাকা বড় টুর্নামেন্টে পুরো মনোযোগ দেওয়াই সবচেয়ে জরুরি।” তিনি আরও বলেন, ভারতের কোচ হওয়া মানে বিশাল দায়িত্ব; আর নিজের খেলোয়াড়ি জীবনে তিনিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকতেই পছন্দ করতেন।

রাহানের মতে, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এখন দলের প্রস্তুতি ও মানসিক স্থিরতা ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

এর আগে নাগপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে গম্ভীরের সঙ্গে সাক্ষাৎ করেন শশী থারুর। পরে থারুর সামাজিক যোগাযোগমাধ্যমে গম্ভীরের নেতৃত্বগুণ ও মানসিক দৃঢ়তার প্রশংসা করে একটি পোস্ট দেন। সেই পোস্টের জবাবে গম্ভীর কিছুটা ব্যঙ্গ করেই কোচ হিসেবে তাঁর ‘অসীম ক্ষমতা’ নিয়ে চলা আলোচনা ও সমালোচনার প্রতি ইঙ্গিত করেন।

এদিকে গম্ভীরের সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। টেস্ট ক্রিকেট থেকে তাঁদের অবসরের পর থেকেই নাকি মতপার্থক্য তৈরি হয়েছে—এমন খবরও প্রকাশিত হয়েছে। অতীতে আইপিএলে গম্ভীর ও কোহলির মধ্যে বাকবিতণ্ডার ঘটনা এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

তবে ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক এসব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, রোহিত ও কোহলি নিয়মিতভাবেই গম্ভীরের সঙ্গে যোগাযোগ রাখছেন। ওয়ানডে দল, ম্যাচ পরিকল্পনা এবং ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে তাঁদের মধ্যে নিয়মিত আলোচনা চলছে বলেও জানান কোটাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here