মেম্বার ও চেয়ারম্যান পদে আলেম-ওলামা ও সমাজের সৎ মানুষদের এগিয়ে আসার আহ্বান: হান্নান মাসউদ

0
4

আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলেম-ওলামা ও সমাজের সৎ মানুষদের জনপ্রতিনিধি হিসেবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

বাংলাদেশ খেলাফত মজলিসের নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মরহুম মাওলানা আজমির হুসাইন এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান । বুধবার (২৮ জানুয়ারি) উপজেলা শহরে উকিল পাড়া মাদ্রাসায় এঈ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হান্নান মাসউদ বলেন, স্বাধীনতার পর থেকে এদেশের আলেম-ওলামারা সবচেয়ে বেশি নির্যাতন ও বৈষম্যের শিকার হয়েছেন। আলেম সমাজ যে সম্মান ও অবস্থানে থাকার কথা ছিল, সেখানে তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তিনি বলেন, আগামীর দিনে আলেম-ওলামা ও সমাজের সৎ মানুষদেরই মেম্বারও চেয়ারম্যানের দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শাসনামলে ওয়াজ করার জন্যও অনুমতি নিতে হতো এটা আমাদের জন্য লজ্জাজনক। যেখানে দেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান, সেখানে গুটি কয়েকজনের কাছে আলেম সমাজ জিম্মি ছিল। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। তাই বৈষম্য দূর করতে হলে ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকতে হবে।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা শহর উত্তর মসজিদের খতিব হযরত মাওলানা ক্বারি মাহমুদুল হাসান, হাতিয়ার বিশিষ্ট আলেম মুফতি সারওয়ার কাসেমী, হাতিয়া উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি সাহেদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মাওলানা কাউসার আহমেদসহ অন্যান্য বরণ্য আলেমগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here