ইসলামী জীবনযাপনের জন্য বলিউডকে বিদায় জানানো সাবেক ভারতীয় অভিনেত্রী সানা খান পুত্র সন্তানের মা হয়েছেন। এই অভিনেত্রী সদ্যভূমিষ্ট নিজ সন্তানের নাম রেখেছেন ‘সাইয়েদ তারিক জামিল’।
রোববার (৯ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।
তারিক জামিল পাকিস্তানের শ্রদ্ধেয় একজন আলেমের নাম। যিনি বিশ্বব্যাপী ‘মাওলানা তারিক জামিল’ নামে প্রসিদ্ধ। ধারণা করা হচ্ছে- তার নামের সাথে মিলিয়েই সন্তানের এই নাম রেখেছেন সানা খান।
নবজাতক সন্তানের নাম রাখার বিষয়ে সাবেক অভিনেত্রী বলেন, ব্যক্তির ওপর নামের বিরাট প্রভাব। তাই আমরা আমাদের সন্তানের জন্য এমন একটি নাম চাইছিলাম, যা দ্বীনদারী, তাকওয়া, সহনশীলতা, ভদ্রতা ও সততার প্রতীক।
সানা খান আরো বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার সন্তান এসেছে। মা হওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। আমার কাছে এখনো মনে হচ্ছে- আমি অন্য কারো সন্তান কোলে নিয়েছি। বাবা-মা হওয়া পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব।
সানা খান ২০২০ সালের নভেম্বরে শোবিজ অঙ্গন ত্যাগ করে ইসলামী জীবনযাপন বেছে নেন। তিনি মুফতি আনাস সাইয়েদ নামে ভারতীয় এক আলেমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘর আলোকিত করেই ‘সাইয়েদ তারিক জামিল’র আগমন।