ইসরাইলের সাথে বৈঠক : ব্যাপক বিক্ষোভের মুখে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

0
152

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করায় সৃষ্ট ব্যাপক বিক্ষোভের মুখে বরখাস্ত করা হয়েছে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মানগুশকে। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (২৮ আগস্ট) ত্রিপোলি থেকে আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, দেশটির প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবার ঘনিষ্ঠ একটি সূত্র নাজলা আল-মানগুশের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে তার বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেয়া হয়েছিল।

তিনি গত সপ্তাহে ইতালির রোমে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সাথে বৈঠক করেছিলেন।

বৈঠকের বিষয়টি কোহেন গতকাল প্রকাশ করার পর থেকে লিবিয়া জুড়ে বড় ধরনের বিক্ষোভ চলতে থাকে। এরই মাঝে গুজব ছড়ায় যে নাজলা দেশ ত্যাগ করেছেন।

তবে লিবিয়ার আন্তঃনিরাপত্তা সেবা কর্তৃপক্ষ জানিয়েছেন, তিনি দেশ ছেড়ে যাননি এবং তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে।

গত সপ্তাহে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির মধ্যস্থতায় বৈঠকে বসেছিলেন ইসরাইল ও লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।

রোববার ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে কোহেন বলেন, ‘আমি লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দুই দেশের সম্পর্কের বিশাল সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি।’

বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে এটিই প্রথম এ ধরনের কূটনৈতিক উদ্যোগ

রোববার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের বিষয়টি প্রকাশ করলে ইসরাইলেও রাজনৈতিক সমালোচনা শুরু হয়।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here