সব সময়ই কড়া নিরাপত্তার মধ্যে থাকতে হয় বলিউড অভিনেতা সালমান খানকে। প্রায়ই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে আসতে থাকে খুনের হুমকি। স¤প্রতি সালমানের বাড়ির বাইরে গুলিও চলেছে। ঘটনায় বেশ চিন্তিত সালমানের শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা। এ বার অভিনেতার নিরাপত্তার জন্য প্রার্থনা করলেন তারই সাবেক প্রেমিকা। খবর আনন্দবাজার অনলাইনের।
এক সময়ে সালমানের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা। কিন্তু সালমান আজ যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার জন্য চিন্তিত তার সাবেক প্রেমিকা সোমি আলিও। সোমি প্রায়ই সালমানের সঙ্গে তার তিক্ত অভিজ্ঞতা সামনে এনেছেন। উগরে দিয়েছেন ক্ষোভ। কিন্তু সালমানের কাছে খুনের হুমকি আসায় তিনিও পাশে দাঁড়িয়েছেন। যেভাবে সালমানের কাছে বার বার খুনের হুমকি আসছে, সেই ঘটনার নিন্দাও করেছেন তিনি। জানিয়েছেন, কোনো শত্রুর সঙ্গেও যেন এমন না হয়, সেটাই চান তিনি।
সোমি জানিয়েছেন, সালমানের সঙ্গে তার সম্পর্ক হয়তো কখনোই ঠিক হবে না। কিন্তু সাবেক প্রেমিকের এই অবস্থাও তিনি সমর্থন করেন না। তিনি বলছেন, ‘কোনো শত্রুর সঙ্গেও যেন এমন না হয়। এ অবস্থা কারো প্রাপ্য নয়।’ অভিনেত্রী সালমানের সুরক্ষার জন্য প্রার্থনা করছেন বলেও জানিয়েছেন।
শোনা যাচ্ছে বাড়ির বাইরে গুলি চলার ঘটনার পরে সালমান স্থির করেছেন, তিনি বাসস্থান বদল করবেন। তবে এ ব্যাপারে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিনেতার তরফ থেকে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই তিনি আছেন বলে জানা যাচ্ছে।
অন্যদিকে, সালমান এখন তার পরবর্তী ছবি ‘সিকন্দরের’ কাজ নিয়ে ব্যস্ত। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন রাশমিকা মন্দানা। এছাড়া, শাহরুখ খানের সঙ্গে ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতেও অভিনয় করবেন তিনি।