লুৎফুর রহমান চৌধুরী
তুমি ফুল আমি ফল
তাই তো পাখিগুলো
করে কোলাহল।
তুমি মাটি আমি চারা
তাই তো বৃষ্টির পানি
হয় দিশেহারা।
তুমি নদী আমি ঢেউ
তাই তো মুক্তা খুঁজে
কেউ না কেউ।
তুমি চন্দ্র আমি তারা
তাই তো রৌদ্র তাপে
অশান্ত পাড়া।
তুমি ছবি আমি তুলি
তাই তো ডালে ডালে
ডাকে বুলবুলি।
তুমি পাতা আমি লতা
তাই তো সবুজ মিলে
বলে কিছু কথা।
তুমি মেঘ আমি বৃষ্টি
তাই তো দু’জন মিলে
কবিতা করি সৃষ্টি।