একসময় হিন্দি সিনেমার জগৎ দাপিয়ে বেড়িয়েছেন লেখকজুটি সেলিম খান ও জাভেদ আখতার। ‘শোলে’, ‘দিওয়ার’, ‘জাঞ্জির’-এর মতো বহু সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন তারা। ১৯৮২ সালে তাদের জুটি ভেঙে যায়। এরপর সিনেমার গল্প লেখাও অনেকটা কমিয়ে দেন সেলিম খান।
সেলিম খানের তিন ছেলে সালমান খান, আরবাজ খান এবং সোহেল খান। তারা তিনজনই বলিউডে নিয়মিত অভিনয় করছেন। এর মধ্যে সালমান খানের জনপ্রিয়তা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তবে এত বড় মাপের লেখক হওয়া সত্তে¡ও নিজের ছেলেদের জন্য খুব বেশিসংখ্যক সিনেমার স্ক্রিপ্ট লেখেননি তিনি।
২০১৪ সালে ইন্দু মিরানির সঙ্গে এক সাক্ষাৎকারে এর কারণ ব্যাখ্যা করেছিলেন প্রবীণ লেখক সেলিম খান। তিনি বলেন, ‘সালমানের সঙ্গে সিনেমা বানাতে থাকলে একটা ঝুঁকি আছে। হিট হয়ে গেলে সিনেমা তার হয়ে যাবে, কিন্তু ফ্লপ হলে সেটা বাবার হবে।’
নব্বইয়ের দশকে সালমান খান অভিনীত দুটি সিনেমায় লেখক হিসেবে ছিলেন সেলিম খান। ‘পাত্থর কে ফুল’ এবং ‘মাঝধার’ নামের সিনেমা দুটি লিখেছিলেন তিনি। এর মধ্যে ‘পাত্থর কে ফুল’ সিনেমায় সালমানের বিপরীতে ছিলেন নবাগত রাভিনা ট্যান্ডন। আর ‘মাঝধার’এ মনীষা কৈরালার সঙ্গে অভিনয় করেন সালমান।