কানপুর টেস্টের তৃতীয় দিনেও পিছু ছাড়েনি বৃষ্টি। রোববার বৃষ্টি না হলেও রাতভর বৃষ্টির কারণে আউটফিল্ডে জমে আছে পানি। যা নিষ্কাসনে কাজ চলছে। ফলে নির্ধারিত সময়ে এদিনও শুরু করা যায়নি ম্যাচ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা। এরপর সিদ্ধান্ত নেবেন কখন খেলা শুরু করা যাবে।
আবহাওয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সকাল থেকে বৃষ্টি নেই কানপুরে। আকাশ মেঘাচ্ছন্ন। তবে দুপুরের দিকে আবহাওয়ার আরও উন্নতি হতে পারে। ফলে আজ খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতে বৃষ্টি হওয়ায় মূল কভারে পানি জমেছে। যা সরাতে কাজ করছে গ্রাউন্ড স্টাফরা।
এর আগে, চেন্নাই টেস্টে ২৮০ রানে হারা বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন এনে কানপুরে মাঠে নামে। প্রথম দিনেও বৃষ্টির কারণে এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। এরপর ৩৫ ওভার খেলা হয়েছে প্রথম দিনে। যেখানে ৩ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১০৭ রান জমা করেছে বাংলাদেশ। এরপর বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় দ্বিতীয় দিনের খেলা। মাঠে গড়াতে পারেনি একটি বলও।
তৃতীয় দিনে ৪০ রানে ব্যাট করতে নামবেন মুমিনুল হক। ৬ রানে তাকে সঙ্গ দিতে উইকেটে আসবেন মুশফিকুর রহিম।